Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে স্থানান্তরের সম্ভাবনা

06

চলমান রাজনৈতিক সহিংসতা ও পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে অনিশ্চয়তার কারণে ২০১৪ সালের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। এ জন্য কলকাতার ইডেন গার্ডেন ও রাঁচির ঝাড়খণ্ড প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্টেডিয়াম প্রস্তুত রাখা হয়েছে। সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এনডিটিভি এই খবর দিয়েছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, অচিরেই বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টটি এখানে আয়োজন সম্ভব হবে কি না সে বিষয়ে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আয়োজক কমিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। আর এই বৈঠক শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তবে বিকল্প হিসেবে কলকাতা ও রাঁচি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত হয়েই রয়েছে বলে জানা গেছে। ১৬ মার্চ থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় টুর্নামেন্টের বাছাইপর্বের ম্যাচ শুরু হবে। আর ২১ মার্চ ভারত ও পাকিস্তানের আকর্ষণীয় ম্যাচের মধ্য দিয়ে মূল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।
উৎস- যুগান্তর

Leave a Reply