বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

টিসিবির পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা করে বিক্রি হবে

peaj

নিজস্ব প্রতিনিধি

বর্তমান বাজারে  প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা। দাম সহনীয় পর্যায়ে আসার লক্ষ্য নিয়ে আবারও তাই শনিবার থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করতে যাচ্ছে  (টিসিবি)। পেঁয়াজের বিক্রয়মূল্য আরেক দফা বাড়িয়েছে টিসিবি।  আগে প্রতি কেজি পেঁয়াজ যেখানে ৫৫ টাকায় বিক্রি হত এবারে তা বিক্রি হবে  নির্ধারণ  ৬৫ টাকা করে। রাজধানী ঢাকার ২৫টি স্থানসহ সারা দেশে মোট ১৭৪টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হবে। বাজারে চাহিদা থাকা পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে। এসব ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

Leave a Reply