বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জে সৃজন সাংস্কৃতিক পরিষদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

 

নিজস্ব প্রতিবেদকঃ
মীরসরাই উপজেলার জোরারগঞ্জে সংগীত, নৃত্যকলা ও চিত্রকলার প্রশিক্ষণ সংগঠন সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গত (বৃহস্পতিবার) বিকাল ৩টায় জে.বি উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পল্লব বড়–য়া ও আমজাদ হোসেনের যৌথ সঞ্চালনায় এবং জে,বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, জে,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, সাংবাদিক রাজিব মজুমদার, ত্রিপণময় ত্রিপুরা, টিটু বড়–য়া, সাফিনাজ আক্তার সাথী, খোরশেদ আলম প্রমুখ। সংগীত ক বিভাগে অংশগ্রহণ করে অর্পিতা, পূজা, অমৃতা, অর্চিতা, ধীমান, প্রেমা, আল শাবাব, উৎকষ। সংগীত খ বিভাগে ইন্দ্রিলা, ঐশিলা, সুভদ্রা, প্রীতি, রিমি, বিষ্ণু, সুদীপ্ত, অর্পা, রিয়া, পৃথা, মিলি, পার্থ, দেবাশীষ, বর্ষা, ঋতু, দীপজয়, মুনা, ঐশ^রিয়া। চিত্রাংকনে দিব্য, আদ্রিতা, শাওন। তবলায় প্রিতম, বাঁধন। নৃত্যে বৃষ্টি, জুঁই, সাইম, মিতষী, প্রাচী, কৃপা, তৃতীয়া, পূজা, মাইশা। পরে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।