রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জে শ্রীশ্রী রামচন্দ্র দেবের অষ্টপ্রহর ব্যাপী মহোৎসবের ধর্মসভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের জোরারগঞ্জে নন্দনপুর সার্বজনীন উৎসব কমিটির উদ্যোগে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৫ম তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসবের ধর্মসভা এবং গীতাপাঠ প্রতিযোগিতা শুক্রবার (২২ মার্চ) রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত ধর্মসভায় খোকন দেবনাথের সভাপতিত্বে ও অভি দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম উত্তর জেলার শাখার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন দিদার, এতে উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শ্রীমৎ রতন ব্রহ্মচারী, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি বাবুল সেন, ইউপি সদস্য আবুল খায়ের মিয়া, সাংবাদিক রাজিব মজুমদার, মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের প্রচার সম্পাদক জুয়েল বৈদ্য, গণসংযোগ বিষয়ক সম্পাদক টিটু নাথ, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলাম সুজন, সাংবাদিক বাবলু দে, জাগো হিন্দু মীরসরাই উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক বাপ্পী পাল প্রমুখ। ২৩ মার্চ অষ্টপ্রহরব্যাপী অহোরাত্র মহানামযজ্ঞ ও মহোৎসব। এতে শত শত ভক্তবৃন্দের শুভাগমন ঘটবে।