নিজস্ব প্রতিনিধিঃ সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার স্থানীয় আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন দিদারের উদ্যোগে ধর্ম, বর্ণ নিবিশেষে দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী। শুক্রবার ( ১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন দিদারের বাড়িতে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা কালু কুমার দে, উপজেলা আওয়ামীলীগ সদস্য ফিরোজ উদ্দিন বাদল, পুজা উৎযাপন পরিষদ মীরসরাই উপজেলা সভাপতি সুভাষ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কল্যাণ রায় সহ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ । অনুষ্ঠানে মন্ত্রী বলেন সমাজের বিত্তশালী মানুষদেরকে এমন মহৎ কাজে এগিয়ে আসা উচিৎ। উক্ত অনুষ্ঠানের আয়োজন নাছির উদ্দিন দিদারকে ধন্যবাদ জানান গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী। অনুষ্ঠানে প্রায় ৫শত জন গরীব ও দুঃস্থ মাঝে শাড়ি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।