বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জানুয়ারি আসছে শৈত্যপ্রবাহ

image

 

একটু দেরি হলেও জেঁকে বসতে শুরু করেছে শীতের প্রকোপ। দুই-তিন দিন ধরে রাজধানীসহ সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। জানুয়ারিতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরাঞ্চলে বেশ কিছু দিন ধরে শীতের তীব্রতা লক্ষ্য করা গেছে। তবে রাজধানীতে তেমন শীতের তীব্রতা দেখা যায়নি এতদিন। তবে গত দু’দিন ধরে সারাদেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে রাজধানীতেও ঝেঁকে বসতে শরু করেছে শীতের তীব্রতা। এতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এছাড়া ব্যাহত হচ্ছে দূরপাল্লার বাস, লঞ্চ চলাচল। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছেন, জানুয়ারিতে বেশ কয়েকটি মাঝারি থেকে ভারি শৈত্যপ্রবাহ আসতে পারে।
উৎস- যুগান্তর

Leave a Reply