Saturday, December 14Welcome khabarica24 Online

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ

41

কৃষক শ্রমিক জনতা পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে জাতীয় সমাজতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপকাশ হয়েছে।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোট গঠনের ঘোষণা দেন জাসদের সভাপতি আ.স.ম আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা পাটির সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বিকল্প ধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীসহ তিন দলের শীর্ষ নেতারা।
সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, বিদ্যমান দুই জোটের বাইরে দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ করবে আমাদের এই নতুন জোট।
কাদের সিদ্দিকী বলেন, ২৯ ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। তবে তাদের সাথে আমাদের কোনো সমন্বয় নেই।

Leave a Reply