বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জনগণের বিরুদ্ধে অঘোষিত হরতাল দিয়েছে সরকার: মির্জা ফখরুল

fakrul

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশব্যাপী যেন সরকারের অঘোষিত হরতাল বা ১৪৪ ধারা চলছে। সরকার প্রশাসনযন্ত্রের সাহায্যে অনির্দিষ্টকালের জন্য জনগণের বিরুদ্ধে নিজেরাই অবরোধ সৃষ্টি করেছে।শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন। রাজধানী ঢাকায় সমবেত হওয়ার জন্য খালেদা জিয়া ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে যে কর্মসূচি ঘোষণা করেছেন তা বানচালে সরকারের অপকৌশল ও দেশব্যাপী সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেন ফখরুল। এর ফলে জনজীবনে সৃষ্ট নৈরাজ্য ও অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।বিবৃতি ফখরুল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করার লক্ষ্যে বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার বরাবরের মতো এবারো আগামীকালের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে সামনে রেখে সারাদেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষের জনস্রোতকে ঠেকাতে দেশব্যাপী বাস, ট্রেন, লঞ্চ ও সব গণপরিবহণ বন্ধ করে দিয়েছে। রাজধানী ঢাকা গোটা দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।তিনি বলেন, মনে হয় দেশব্যাপী যেন সরকারের অঘোষিত হরতাল বা ১৪৪ ধারা চলছে। সরকার প্রশাসনযন্ত্রের সাহায্যে অনির্দিষ্টকালের জন্য জনগণের বিরুদ্ধে নিজেরাই অবরোধ সৃষ্টি করেছে। যৌথবাহিনীর মাধ্যমে সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাসায় বাসায় হামলা, বেআইনি তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচুর, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া, পরিবারের পুরুষ সদস্য ও মহিলাদের গ্রেফতার, অশালীন আচরণ এবং জুলুম-নির্যাতনের এক নজীরবিহীন ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের স্বার্থে দেশের সব শ্রেণী-পেশার মানুষকে ঢাকায় আসার জন্য যে ডাক দিয়েছেন তা সফল করতে যেকোনো বাধা-বিপত্তি অতিক্রম করে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply