দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করছেন। তিনি বলেন, ‘মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূলের মতামত নেয়া হয়েছে। আমি আশা করি আগামী নির্বাচনে সব দল অংশ নেবে।শুক্রবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে নাম ঘোষণা করেন সৈয়দ আশরাফ।আশরাফ বলেন, ‘সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। এরপর আসন বণ্টন প্রশ্নে মহাজোট ও ১৪ দলের শরিকদের সঙ্গে আলোচনায় বসা হবে।’
মনোনয়ন প্রাপ্তরা হলেন: পঞ্চগড়-১ মাজহারুল হক প্রধান, পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁ-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁ-২ আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, ঠাকুরগাঁ-৩ ইমদাদুল হক, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ মো. মোস্তাফিজুর রহমান, দিনাজপুর -৬ শিবলী সাদিক, নীলফামারী- ১ আখতার উদ্দিন সরকার, নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, নীলফামারী- ৩ গোলাম মোস্তফা, নীলফামারী-৪ কর্নেল (অব.) আআ মারুফ সাকলাইন, লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ নুরুজ্জামান আহাম্মদ, লালমনিরহাট-৩ আবু তালেব মো.সাঈদ, রংপুর-১ রুহুল আমিন, রংপুর-২ আবুল কালাম আসাদুল হক, রংপুর-৩ চৌধুরী খালেকুজ্জামান, রংপুর-৪ টিপু মুন্সী, রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান, রংপুর-৬ শেখ হাসিনা, কুড়িগ্রাম-১ আখতার হোসেন সওদাগার, কুড়িগ্রাম-২ মো. জাফর আলী, কুড়িগ্রাম-৩ মতি শিউলি, কুড়িগ্রাম-৪ মো. জাকির হোসেন, গাইবান্ধ্যা-১ মো. মঞ্জুরুল ইসলাম লিটন, গাইবান্ধ্যা-২ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধ্যা-৩ ড. ইউনূস আলী সরকার, গাইবান্ধ্যা-৪ অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, জয়পুরহাট-১ সামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ, বগুড়া-১ আব্দুল মান্নান। পটুয়াখালী-১ অ্যাডভোকেট শাহজাহান, পটুয়াখালী-২ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, পটুয়াখালী-৪ মো. মাহবুবুর রহমান। বগুড়া-২ আশরাফ হোসেন, বগুড়া-২ আনসার আলী মৃধা, বগুড়া-৫ মো. হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওয়াদুদ, নওগাঁ-১ সাধনা চন্দ্র মজুমদার, নওগাঁ-২ মো. শাহিদুজ্জামান, নওগাঁ-৩ ড. মো. আকরাম হোসাইন চৌধুরী, নওগাঁ-৪ ইমাজ উদ্দিন প্রামাণিক, নওগাঁ-৫ মো. আব্দুল মালেক, নওগাঁ-৬ মো. ইসরাফিল আলম, রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ ফজলুর রহমান, রাজশাহী-৩ আয়েন উদ্দিন, রাজশাহী-৪ এনামূল হক, রাজশাহী-৫ আব্দুল ওয়াদুদ, রাজশাহী-৬ শাহরিয়ার আলম।