বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সন্ধ্যায় দুই শিবিরকর্মী নিহত হয়েছে। এছাড়া আরও ২৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শিবিরকর্মীরা হলেন মেরিন সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মামুন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রকি। চবি মেডিকেল সেন্টার দুই শিবিরকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।