চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি সোনার বারসহ নুরুল আবছার (৫০) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার বিকাল ৫টায় ওমান এয়ারলাইন্সের একটি বিমানে ওমান থেকে আসেন তিনি। আটক আবছার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। কাস্টমস কর্মকর্তারা জানান, স্ক্যান করার সময় লাগেজের ভেতর সোনার বারগুলো পাওয়া যায়। বারগুলো বিশেষ কৌশলে সাবানের ভেতরে রাখা হয়েছিল।