সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চট্টগ্রাম এয়ারপোর্টে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

gold

চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে প্রায় ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় খায়রুল বাশার নামে এক যাত্রীকে আটক করাছে। আটককৃতের বাড়ী চট্টগ্রামের ফটিকছড়িতে।বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটটি সোমবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে শাহ আমানত বিমান বন্দরে আসে। ওই বিমানের যাত্রী খায়রুল বাশারের লাগেজ তল্লাশি করে ১শ’ ২৮ টি বেশি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৫ কেজি। এর দাম প্রায় সাড়ে ৬ কোটি টাকা।শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক খায়রুল বাশারকে জিজ্ঞাসাবাদ শেষে পতেঙ্গা থানায় সোপর্দ করা হবে।

Leave a Reply