বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঙ্কট নিরসনে বাইরের পরামর্শ দরকার নেই : মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, চলমান সঙ্কট নিরসনে বাইরের পরামর্শ বাংলাদেশের প্রয়োজন নেই। কেননা সমস্যা সমাধানে এ দেশের মানুষের চিন্তা-ভাবনার কোনো অভাব নেই। রূপসী বাংলা হোটেলে গতকাল আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্নভোজসভায় তিনি বক্তব্য রাখছিলেন। অ্যামচেম প্রেসিডেন্ট আফতার-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সংলাপে বসতে হবে। আমি খুবই আস্থাশীল যে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এমন একটি নির্বাচন অনুষ্ঠানে শেষ পর্যন্ত প্রধান রাজনৈতিক দলগুলো সংলাপে বসবে। এর আগে সোমবার গুলশানের আমেরিকান কাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন নির্বাচনের জন্য সংলাপের প্রয়োজনীয়তা আরো বেশি করে তুলে ধরে। নির্বাচনকালীন সরকারব্যবস্থা কী হবে তা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে। আর নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকতে হবে বাংলাদেশের মানুষের দৃষ্টিকোণ থেকে। তিনি বলেন, সংলাপের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে প্রধান রাজনৈতিক দলগুলোর সাধারণ সম্পাদক বা মহাসচিবদের প্রয়োজনীয় ক্ষমতা দেয়া দরকার।

Leave a Reply