Thursday, December 12Welcome khabarica24 Online

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

44
বাংলাদেশ সরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে। এটা কোনো ভালো লক্ষণ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করছে এবং প্রয়োজন মতো পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ এ কথা বলেন। এদিকে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গৃহবন্দী কি না- তা তিনি জানেন না বলেও জানান তিনি।প্রধান বিরোধী দলের নির্বাচন বয়কটের কারণে অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে যাওয়ার নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেবে কিনা যুক্তরাষ্ট্র সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ বলেন, আমি নির্বাচনের ফলাফলের পরে যা বলা দরকার তা এখনই বলতে চাই না।বাংলাদেশের চলমান পরিস্থিতির কোনো আপডেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র বলেন, সোমবার কথা বলার পর আমার কাছে তেমন কোনো আপডেট আছে বলে মনে করি না। আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করতে দুদলের আরো উদ্যোগী হওয়া দরকার। সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে।যুক্তরাষ্ট্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না এবং দুদলের মধ্যে সমঝোতা না হওয়ায় হতাশা প্রকাশ করে ম্যারি হার্ফ বলেন, এ সপ্তাহের শেষে সংসদ নির্বাচন। আমরা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছি না। প্রধান রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সমঝোতায় পৌঁছাতে না পারায় আমরা হতাশ। আমরা সমঝোতার জন্য উৎসাহ দিচ্ছি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।খালেদা জিয়া গৃহবন্দী কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ ব্যাপারে স্টেট ডিপার্টমেন্ট খোঁজ নেবে।
উৎস- যুগান্তর

Leave a Reply