গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করা হচ্ছে তা প্রকান্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিচ্ছে। এ নির্বাচন প্রহসনের নির্বাচন। বস্তুত এ নির্বাচনের মাধ্যমে সরকারী দল ও জোটের মাঝে ক্ষমতা ভাগাভাগি ও ভাগবাটোয়ারার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বচিত হওয়ার পর কিভাবে তা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে? আমার এলাকায় ভোট হয় নাই। আমার ভোটও আমি দিতে পারিনি। দেশের মানুষ এ নির্বাচনকে গ্রহণ করেনি। খোদ সরকার মহল এ নির্বাচনকে সাংবিধানিক ধারাবহিকতা রক্ষার নির্বাচন বলে অবিহিত করেছেন। এখন সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন করা।