শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গণতন্ত্রের অশুভ যাত্রার সূচনা হলো

55444_bnppppppp_58484
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রতিক্রিয়ায় বলেছেন, অনৈতিক ও অবৈধ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের অশুভ যাত্রা শুরু হলো। বাংলাদেশের জন্য দিনটি কালো দিন হয়ে থাকবে।’ সংবাদপত্রে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার সন্ধ্যায় মির্জা ফখরুল এ সব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিলেপন করেছে সরকার। একটি উদ্ভট, হাস্যকর ও একতরফা ভোটারবিহীন নির্বাচনের সাজানো নাটকের মধ্য দিয়ে জনগণের সমর্থনহীন স্বৈরতান্ত্রিক একটি সরকার দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো।’ ফখরুল বলেন, ‘এ সরকারের প্রতি দেশের শতকরা ৯৫ ভাগ মানুষের কোনো সমর্থন নেই। বিরোধী দল যখন দেশে শান্তি ও গণতন্ত্রের পথে চলছে তখন আওয়ামী লীগ সব গণতান্ত্রিক রীতিনীতি ও নৈতিকতা বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্রের পথে চলতে শুরু করল। এর মাধ্যমে দেশকে আবারও সুপরিকল্পিতভাবে অন্ধকারে নিক্ষেপ করা হলো। বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনচেতা মানুষ কোনো দিনই এ সরকারকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে না।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা এ অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ অবৈধ সরকারকে পদত্যাগ করে সব দলের অংশগ্রহণের মধ্যদিয়ে একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।’

Leave a Reply