Saturday, January 25Welcome khabarica24 Online

গণজাগরণ মঞ্চের গাড়ি বহরে ককটেল হামলা

image_42321.gonojagoron monch

 

ঠাকুরগাঁও অভিমুখী গণজাগরণ মঞ্চের রোডমার্চের বাসে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৭টায় শেরপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর দুই মিনিট আগের রাস্তায় গণজাগরণ মঞ্চের গাড়ি বহরে এ ককটেল হামলা হয়েছে।গাড়ী বহরের সঙ্গে থাকা কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নূরে আলম দুর্জয় জানান, গণজাগরণ মঞ্চের গাড়ি বহরের তিন নম্বর বাসে এ হামলা হয়। ওই বাসে ইমরান এইচ সরকারও ছিলেন। তবে তিনি সুস্থ আছেন।দুর্জয় আরও জানান, ককটেল হামলায় ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুস্মত গুরুতর আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। হাতবোমার বিস্ফোরণে বাসের কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে বলেও তিনি জানান।

Leave a Reply