এম জাবেদ হোসাইন:: মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া নিঝুম পাহাড়ের কোনে ভূঁইয়া টিলা নামে একটি পাহাড়ে ১২ মাস জ্বলছে আগুন। ২৫শে ডিসেম্বর ১৮ইং (মঙ্গলবার) সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, গ্যাস সিলিন্ডারের আগুনের মত মিট মিট করে জ্বলছে আগুন, এই বিষয়ে এলাকার কয় এক জন বয়স্ক মুরুব্বীর সাথে কথা বলে জানতে চাইলে তারা জানায় ছোট কাল থেকে তারা এই আগুন দেখে আসতেছে। আগুনের পরিমান বেড়ে গেলে মাটি দিয়ে আগুন জ্বলার স্থান ভরাট করে তার পর আগুন বন্ধ করে। বেশির ভাগ গ্রীষ্মকালে আগুনের পরিমান বেড়ে যায়। এই বিষয়ে ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আলতাফ হোসেনের সাক্ষাৎকার নিলে তিনি জানায় ১৯৯৫ সালে খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাওয়ার পথে ভূঁইয়া টিলাতে জ্বলতেছে আগুন কৌতুহল বসত বন্ধুদের নিয়ে দেখতে যাই কিসের আগুন জ্বলতেছে সেই খানে তখন থেকে আমরা দেখতে পাই এই আগুন। বন বিভাগের কথা জিঙ্গাসা করলে তিনি জানায়। বন বিভাগ ও এই বিষয়ে জানে তারা সন্দেহ করতেছে এই খানে কোন গ্যায়সের খনি রয়েছে, না হয় কি ভাবে সম্ভাব সারা বছর আগুন জ্বলার।