বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন জাতিসংঘের সফররত সহকারি মহাসচিব অস্কার ফার্ণান্দেজ তারানকো। বৈঠকে দুইজন সার্বিক বিষয়ে ফের আলোচনায় বসার ব্যাপারেও একমত পোষন করেছেন। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে সব বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে চিঠি দিয়েছিলেন সে বিষয়েও আলোচনা হয়েছে। দুইঘণ্টার বৈঠকে প্রায় ৩০মিনিট একান্তে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্ণান্দেজ তারানকো। শমসের মোবিন বলেন, বৈঠকের অগ্রগতি বা অনগ্রগতি কোন কিছুই এ ফেইজে বলা যাবে না। কারণ দুইজন ঐক্যমতে পৌঁছেছেন যে আগামী দু’য়েকদিনের মধ্যে আবারও তারা আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তারানকোর বৈঠকের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শমসের মোবিন বলেন, প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে আমি কোন মন্তব্য করব না। এর আগে সন্ধ্যা ৭টায় তারানকোর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল বিরোধীদলীয় নেতার গুলশানের বাসভবনে যান। ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টার বৈঠকটি ছিল দুইপর্বের। প্রথমপর্বে দু’পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হলেও দ্বিতীয়পর্বে আধঘণ্টা একান্তে কথা বলেছেন খালেদা জিয়া ও তারানকো।