আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নবম সংসদ আজ থেকে বিলুপ্ত হয়েছে। তাই বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া এখন আর বিরোধীদলীয় নেতা নন। তিনি এখন থেকে সাবেক বিরোধী দলীয় নেতা।বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। সৈয়দ আশরাফ বলেন, আজ নতুন করে যারা শপথ নিয়েছেন তারাই এমপি। তারা ছাড়া আর কোনো সংসদ সদস্য নেই।
আশরাফ বলেন, সরকার পাঁচ বছরের জন্য থাকবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে সংসদ ভেঙে দিতে পারেন। এটা তার ওপর নির্ভর করছে।বিএনপির উদ্দেশে আশরাফ বলেন, এখনো আলোচনার দরজা খোলা আছে। তারা চাইলে আলোচনা হতে পারে।তিনি বলেন, কয়েক দিনের মধ্যে সরকার গঠন করা হবে। এ মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে। তিনি জানান, সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে যাবেন এবং সরকার গঠন করার জন্য অনুমতি চাইবেন জানিয়ে আশরাফ বলেন, তবে এ সরকারে কতজন মন্ত্রী হবে এটা এখনো ঠিক হয়নি। কে কে মন্ত্রী হবেন এটাও এখনো ঠিক হয়নি।
আশরাফ বলেন, সরকার পাঁচ বছরের জন্য থাকবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে সংসদ ভেঙে দিতে পারেন। এটা তার ওপর নির্ভর করছে।বিএনপির উদ্দেশে আশরাফ বলেন, এখনো আলোচনার দরজা খোলা আছে। তারা চাইলে আলোচনা হতে পারে।তিনি বলেন, কয়েক দিনের মধ্যে সরকার গঠন করা হবে। এ মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে। তিনি জানান, সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে যাবেন এবং সরকার গঠন করার জন্য অনুমতি চাইবেন জানিয়ে আশরাফ বলেন, তবে এ সরকারে কতজন মন্ত্রী হবে এটা এখনো ঠিক হয়নি। কে কে মন্ত্রী হবেন এটাও এখনো ঠিক হয়নি।