বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ বিস্ফোরনের ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং কর্মকর্তা জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতেই সন্ধ্যা ৬টা ৫০মিনিটে বিরোধী নেতার বাসভবনের সামনে রাস্তার উল্টোপাশে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।