Thursday, December 12Welcome khabarica24 Online

খালেদাকে দেয়া দাওয়াত এখানো বহাল : হাসিনা

images

নিজস্ব প্রতিনিধি

টেলিফোনে খালোদা জিয়াকে যে দাওয়াত দেয়া হয়েছে তা এখনো বহাল আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলীয় নেতাকে দেয়া সংলাপের প্রস্তাব এখনো বহাল রয়েছে। তিনি আরো বলেন, আমি তো বিরোধীদলীয় নেত্রীকে দাওয়াত দিয়েই রেখেছি। দাওয়াত রয়েই গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, আব্দুল আওয়াল মিন্টু, আনিসুল হক, এ কে আজাদ প্রমুখ। এর আগে গত রোববার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সাথে বৈঠক করেন ব্যবসায়ী নেতারা। বৈঠকে দুই দলের মহাসচিব পর্যায়ের সংলাপের প্রস্তাব দেন খালেদা জিয়া।

Leave a Reply