রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাল থেকে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল

hortal_35606

 

আগামীকাল ৪ জানুয়ারি ভোর ৬টা থেকে ৬ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিরোধীদলীয় নেত্রীর গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক এই কর্মসূচি ঘোষণা করেছেন। একই সাথে নির্বাচন বর্জন করে দেশবাসীকে শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বানও জানিয়েছেন তিনি। ওসমান ফারুক অভিযোগ করেন, খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ৫ টি বালুর ট্রাক রেখে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্য দের দ্বারা তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন, রাস্তায় বিএনপির নেতাকর্মীরা দাঁড়ালেই তাদের আটক করতে সময় লাগে না অথচ বিরোধী দলীয় নেত্রীর বাসভবনের কাছে এত আইন শৃংখলা বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও বোমা হামলা হলো তাদের গ্রেপ্তার করতে পারে না সরকার। ওসমান ফারুক সারাদেশের অবরোধ সফল হয়েছে মন্তব্য করে বলেন, জনগণ শান্তিপূর্ণ ভাবে অবরোধ পালন করেছে। এ সময় বিরোধীদলীয় নেত্রীর পক্ষ থেকে নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তিনদিন যাবত অবরোধে অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক আর গ্রেপ্তার করে আন্দোলন দমন করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply