বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি

Kader Molla

 

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের রেজিস্টার একেএম নসিরউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরয়োনা জারি করে রায়ের কপি সংশ্লিষ্ট কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী মৃত্যু পরোয়ানার কপি জেল কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। বিকাল ৪টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিনের কাছে রায়ের কপি হস্তান্তর করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে সুপ্রিমকোর্ট।

Leave a Reply