নিজস্ব প্রতিবেদক:: কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর অস্হায়ী কার্য্যালয়ে শনিবার (২৮ জানুয়ারি) বিকাল তিনটায় এসোসিয়েশন এর সভাপতি মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুল আবছার ভূঁইয়া রাজু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদুল হক ইমু, কার্যনির্বাহী পরিষদের সদস্য আবু ছালেক মিয়াজী, সোহরাব হোসেন, এমদাদ হোসেন, তারিকুল ইসলাম তারিফ, মোঃ আকাশসহ প্রমূখ।
সভা শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সভায় এসোসিয়েশন এর সভাপতি বলেন মানবিক, সামাজিক কাজে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন সব সময় অগ্রনি ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে।