মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কর্মসূচি ঘোষণার পর সরকারের মাথা বিগড়ে গেছে: ফখরুল

mirza

 

বিএনপির ভারপ্রপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের গণদাবি আদায়ের লক্ষ্যে এবং ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন বন্ধ করতে সারাদেশ থেকে সকল শ্রেণী-পেশার সক্ষম জনগণকে লাল-সবুজের পতাকা হাতে ঢাকায় আসার জন্য মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করেছেন। এই শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকারের মাথা বিগড়ে গেছে।বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, জনসমর্থন শুন্যের কোঠায় নেমে আসায় নিজেদের অভ্যন্তরীণ হানাহানি এবং রক্তারক্তির হোলিখেলায় বিপর্যস্ত আওয়ামী লীগ সরকার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।বিবৃতিতে ফখরুল বলেন, সরকার ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ সভা-সমাবেশ বন্ধ করার পাঁয়তারা ও যৌথ বাহিনী দিয়ে সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলায় জড়ানো, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়নের এক নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে।তিনি বলেন, মার্চ ফর ডেমোক্রেসির সফলতা আঁচ করতে পেরেই সরকার শান্তিপূর্ণ কর্মসূচিকে যেকোন উপায়ে বাধাগ্রস্ত ও ভন্ডুল করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে কর্মসূচি ঘোষণার রাত থেকেই বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ও গুলশানস্থ রাজনৈতিক কার্যালয় অবরুদ্ধ এবং নেতা-কর্মীদের সেখানে প্রবেশ ও প্রস্থানে বাধা প্রদানের পাশাপাশি সারাদেশে যৌথবাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা ও অভিযোগে গ্রেফতার ও হয়রানি করার এক মহাপরিকল্পনা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে।সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করার অভিপ্রায়ে সংবাদপত্র ও মিডিয়া কর্মীদের ওপর অঘোষিত সরকারী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে বিরোধী দলের শান্তিপূর্ণ কোন কর্মসূচির বস্তুনিষ্ঠ সংবাদ জনগণ জানতে না পারে সে ব্যবস্থা শুরু করেছে।তিনি বলেন, শাসক দলের দুষ্কর্মের অংশ হিসেবেই যৌথবাহিনী দিয়ে দেশব্যাপী বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার ও রাজনৈতিকভাবে হেনস্তা করার সরকারী অপচেষ্টা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণআন্দোলন সৃষ্টি করে সরকারের এহেন অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিতে জনগণ প্রস্তুত।মির্জা আলমগীর বলেন, বর্তমান সরকার সর্বদিক দিক থেকে ধরাশায়ী বলেই তারা কান্ডজ্ঞান হারিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে মিথ্যা অভিযোগে গ্রেফতারের নামে পর্যদুস্ত করার পাঁয়তারা করছে। কিন্তু সরকারের এই অপচেষ্টা দেশের গণতন্ত্রকামী জনগণ কখনোই সফল হতে দিবে না।
উৎস- যুগান্তর

Leave a Reply