ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কর্নাটকে শনিবার ভোরে একটি পণ্যবাহী গাড়ি উল্টে নারী ও শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।শনিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কর্নাটকের উত্তরাঞ্চলীয় বেলগাউম জেলার একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ কর্মকর্তা এসডি গুডনাভার বলেন, প্রায় ৫০ জন যাত্রীসহ ভোর সাড়ে ৫টার দিকে পণ্যবাহী গাড়িটি হাইওয়ের একটি ক্রসিং অতিক্রম করছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জন প্রাণ হারান।গুডনাভার জানান, নিহতদের বেশির ভাগই দিনমজুর। কাজের উদ্দেশ্যে তারা কর্নাটকের ইয়াদগির জেলা থেকে মহারাষ্ট্রের সাভাদাত্তিতে যাচ্ছিলেন।ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও ছয়জন শিশুও রয়েছে।দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত ওজনের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উৎস-সমকাল