নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের ভাঙ্গা টাওয়ার এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সোমবার ১৩ আগস্ট সকাল সাড়ে ১১ টার সময় শান্তি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টা ভ, ২৫-১৪৭২) দূর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়। এসময় গাড়ীতে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়ীটি যাত্রী নিয়ে সোমবার সকালে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথি মধ্যে পাহাড়ী সড়কে মীরসরাইয়ের ভাঙা টাওয়ার এলাকায় গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন জানান, সকালে ৩ জন রোগীকে হাসপাতালে নেয়া হলে তাদের জখম গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। এদিকে হতাহতদের খোঁজ নিয়ে জানা যায়, অনেকের জখম সামান্য হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। তবে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকার জনৈক নাছির উদ্দিনের স্ত্রী কলি আক্তার (৪৫) নিহত হয়। গুরুতর আহত আরেকজন হলো ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার আবিদ আলীর ছেলে রেজাউল করিম। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের ব্যবস্থা করছে।