Saturday, January 25Welcome khabarica24 Online

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন ঢাকায়!


আকাশ দাশ সৈকত,ক্রীড়া প্রতিবেদক ::
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশের ঢাকায় অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট দল।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন বাংলাদেশ সফরে থাকা ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে থাকা স‍দস্যরা। এসময় বিমানবন্ধরৃ তাদের স্বাগত জানানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।

আগামী ১লা মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। এরপর ৩রা মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিতীয় ওয়ানডে। মিরপুরে দুই ওয়ানডে শেষে চট্টগ্রামে আসবে দুইদল। সেখানে মার্চের ৬ তারিখ তৃতীয় ওয়ানডে এবং ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে দুইদল। তারপর ১২ ও ১৪ মার্চ মিরপুরে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্যদিয়ে শেষ হবে দ্বিপাক্ষিক সিরিজটি।