রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ওমরাহ পালনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

hasena6

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মধ্য রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। একাধিক কূটনৈতিক সূত্রমতে, ক্ষমতার শেষ সময়ে সরকার প্রধানের ওই সফরে ৫৫ জন সফরসঙ্গী হচ্ছেন। প্রধানমন্ত্রী কার্যালয় ও পররাষ্ট্র দপ্তর সূত্র মতে, এবারের সফরটি একান্তভাবে ওমরাহ পালনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ৫ সদস্য তার সঙ্গে ওমরাহ পালন করবেন। প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য মিলে মোট সফরসঙ্গীর এক-পঞ্চমাংশকে সৌদি সরকারের তরফে ‘লোকাল হসপিটালিটি’ দেয়া হবে। বাকিদের থাকা-খাওয়ার ব্যবস্থা দেশটির বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় হবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থের সংস্থান হবে। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা যাতায়াত করবেন। সূত্র মতে, গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১১ কর্মকর্তা, মিডিয়া টিমের ১১ সদস্য, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৮ এবং পররাষ্ট্র দপ্তরের ৬ জন কর্মকর্তার ভিসাসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলেও সফরসঙ্গীর খসড়া তালিকায় থাকা পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও পররাষ্ট্র দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম কবিরের যাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় সংযোজন-বিয়োজনের এই সময়ে পররাষ্ট্রমন্ত্রী থাকছেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকায় মন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তা ভিসার জন্য পাসপোর্ট জমা করেননি। সংশ্লিষ্টদের মতে, দীপু মনি মন্ত্রী থাকেন বা না থাকেন তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত। আজই তার ভিসা হবে। শুক্রবার সারা দিন এবং শনিবার আধা বেলা পর্যন্ত পর্যায়ক্রমে মক্কা ও মদিনায় কাটিয়ে শনিবার বিকালে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। শনিবার মধ্যরাতে তার ঢাকায় পৌঁছানোর কথা। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর যে কোন বিদেশ সফরে যাওয়া ও ফেরার পথে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা হলেও এ সফরে এমন কোন আয়োজন থাকছে না বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা।

উৎস-মানবজমিন

Leave a Reply