নিজস্ব প্রতিনিধি
সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই, এ সপ্তাহের মধ্যে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। সিইসি বলেন, আচরণবিধি চূড়ান্ত হলেই নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দিন গণনা শুরু হলেও, এখনো প্রধান দুই দলের সমঝোতার দিকেই তাকিয়ে আছে নির্বাচন কমিশন। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে, নির্বাচনের লক্ষ্যেই আচরণ বিধি তৈরিতে দেরি হচ্ছে বলেও জানান সিইসি।