নিজস্ব সংবাদদাতা ঃ
মীরসরাইয়ে এ.টি.এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। লাকী বই ঘর এর ব্যবস্থাপনায় এবং এ.টি ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে গতকাল শুক্রবার সকাল ১০টা উপজেলার তিনটি কেন্দ্রে যথাক্রমে মান্দারবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এ.টি একাডেমী ও মিঠাছরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরিক্ষার হল পরিদর্শন করেন এ.টি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ্ নেওয়াজ সিদ্দিকী, পরিচালক ও পরিক্ষা নিয়ন্ত্রক নুরুল আনোয়ার সিদ্দিকী, পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর সিদ্দিকী, আবু তারেক সিদ্দিকী, কামরুল হাসান সিদ্দিকী, এ.টি একাডেমী প্রধান শিক্ষক আশুতোষ দাশ, শিক্ষক জামাল উদ্দিন ও সাংবাদিক সাহাব উদ্দিন সহ প্রমুখ। উক্ত বৃত্তি পরিক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ৮শত শিক্ষার্থী অংশগ্রহন করে।