জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় স্বরাষ্ট্রসচিব সুজাতা চলে যাওয়ার পর বিকেল সাড়ে ৫টার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে একটি কালো রঙয়ের গাড়িতে করে সুজাতা এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে আসেন। সেখানে এরশাদের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। তিনি চলে যাওয়ার পরই প্রেসিডেন্ট পার্কে অতিরিক্ত র্যাব-পুলিশ মোতায়েন করা হয়। এর আগে এরশাদ দুপুর ৩টার দিকে সাদা রংয়ের একটি গাড়িতে করে বাড়ির পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন।