শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে পাঁচ মন্ত্রী

-Minister

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাঁচ মন্ত্রী। তারা হলেন- জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী রওশন এরশাদ, মহাসচিব ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার, এরশাদের ছোট ভাই ও বাণিজ্য মন্ত্রী জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য ও ক্রীড়া প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দেন। দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে আজ দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করেই জাতীয় পার্টির তিন সদস্যের প্রতিনিধিদল এরশাদের সাথে সাক্ষাত করতে বনানীর প্রেসিডেন্ট পার্কে যান। সেখানে দলের চেয়ারম্যান এরশাদের সাথে প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনার পরই তারা পদত্যাগপত্র জমা দেন।প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমরা আমাদের অবস্থান প্রধানমন্ত্রীকে জানিয়েছি। পার্টির চেয়ারম্যানের সাথে আলাপ করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। তবে পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। শুধু বলেছেন শিগগিরই পদত্যাগপত্র জমা হয়ে যাবে।

Leave a Reply