বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এরশাদকে বাদ দিয়ে স্মৃতিসৌধে রওশন

7704_thumb_row

 

পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে বাদ দিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিলেন  বিরোধীদলীয়  নেতা রওশন এরশাদ । আজ বেলা ১ টায় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধ জানাতে সংসদীয় দল নিয়ে যান তিনি। সংসদীয় দল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে। তবে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ কর্মসূচিতে ছিলেন না।  এর আগে বুধবার সকালে জাপার মন্ত্রী-এমপিদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা ছিল। জি এম কাদের ও রুহুল আমীন হাওলাদার উদ্ভূত পরিস্থিতিতে এরশাদকে জানিয়ে  দেন এ অবস্থা চলতে থাকলে দল টিকবে না। খবর পেয়ে এরশাদ মঙ্গলবার রাতেই রওশনের কাছে বিশেষ দূত পাঠিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের নির্দেশ দেন। একপর্যয়ে ওইদিনের নির্ধারিত কর্মসূচি বাতিল করেন রওশন ও তার নেতৃত্বে নির্বাচনে যাওয়া মন্ত্রী-এমপিরা। আজকের কর্মসূচিও এরশাদ জানেন না বলে জানিয়েছে মহাসচিব রুহুল আমীন হাওলাদার।

Leave a Reply