সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এবার ৫০ সংগঠন পাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

চলতি বছরের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছে ৫০ জন তরুণের প্রতিষ্ঠান ও সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার বিকালে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই তরুণদের হাতে পুরস্কার তুলে দেবেন।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কার্যনির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া উন্নয়নসহ বেশ কিছু বিষয়কে এ পুরস্কারে গুরুত্ব দেওয়া হয়েছে।

“এবারের পুরস্কারজয়ী প্রতিষ্ঠান ও সংগঠনগুলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজ থেকে যে কোনো ধরনের নিষ্ঠুরতা ও সহিংসতা দূরীকরণ এবং মাদক থেকে তরুণদের দূরে রাখার কার্যক্রমে সহায়তা করেছে।”

এছাড়া শিশুদের সামাজিক সহায়তা প্রদান; স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া; পথ শিশু, শিশু ও প্রতিবন্ধীদের সহায়ক কার্যক্রম; অসহায় নারী, বৃদ্ধ, সংখ্যালঘু সম্প্রদায়, শরণার্থী, হত-দরিদ্র ও সমাজের অসহায়দের সহায়ক কার্যক্রমের জন্যও পুরস্কার পাচ্ছে কয়েকটি সংগঠন।

সিআরআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আবেদনপত্র আহ্বানের পর দেশের ৬৪ জেলায় অ্যাক্টিভেশন কার্যক্রম চালায় ইয়াং বাংলা। পরে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চালানো হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ২৫০০ প্রতিষ্ঠানের আবেদন আসে। ২৪ অক্টোবর আবেদনের সময়সীমা শেষ হলে শুরু হয় বাছাই কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে পাওয়া ২৫০০ আবেদনপত্র থেকে বাছাই করা হয় ১০০টিকে।

এরপর এসব প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রম ঘুরে দেখে সমাজে তাদের প্রভাব এবং কার্যকারিতা বিবেচনা করে ৫০টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

পুরস্কার পাচ্ছে যারা-

স্বাস্থ্য খাত: ঢাকার ‘অল ফর ওয়ান ফাউন্ডেশন’, ‘লাইফ অব লাইফ’, ‘কল ফর ব্লাড’, চট্টগ্রামের মীরসরাই ‘দুর্বার প্রগতি সংগঠন’, রাঙামাটির ‘জীবন’। সর্বব্যাপী শিক্ষা খাত: খুলনার ‘অনুশীলন মজার স্কুল’, রংপুরের ‘বিডি অ্যাসিস্টেন্ট’, চট্টগ্রামের ‘বায়ান্ন’. ঝিনাইদহের ‘একতা উন্নয়ন সংগঠন’, নওগাঁর ‘স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরি’, মৌলভীবাজারের ‘দ্য স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’, ঢাকার ‘ঘুড়ি ফাউন্ডেশন’, ‘অনুবীক্ষণ‘, ‘পাখি ফাউন্ডেশন’, ‘শিক্ষার আলো পাঠশালা’।

সামাজিক খাত: ঢাকার ‘ব্রিজ ফাউন্ডেশন’, ‘বৃহন্নলা’, ‘দ্য ফ্লাগ গার্ল’, ব্যান্ড দল ‘ক্ষ্যাপা’, লালমনিরহাটের ‘তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশন’, ‘নড়াইল ভলান্টিয়ার্স’, ‘নীড় সেবা কেন্দ্র’, কক্সবাজারের ‘নতুন জীবন’, ময়মনসিংহের ‘প্রতিবন্ধী কল্যাণ সমিতি’, খুলনার ‘প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’, সিলেটের ‘রিলেশন টু পিপল’, চট্টগ্রামের ‘স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’, গাইবান্ধার ‘স্টুডেন্টস অর্গানাইজেশন অব ইয়ুথ পাওয়ার’, ‘তারা ইনিশিয়েটিভ’, ফরিদপুরের ‘তরু ছায়া’, বরিশালের ‘তেঁতুলিয়া’, জামালপুরের ‘ উইশ ফর বেটার ও ‘ভোরের আলো’।

তথ্যপ্রযুক্তি খাতে জনসচেতনতা তৈরি: মাদারীপুরের ডিজিটাল সেন্টার, খুলনার ‘গুরুকূল’, ‘প্রকৃতি ও প্রজন্ম’, কুষ্টিয়ার ‘তারুণ্য ৭১’। পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন: সুনামগঞ্জের ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠন’ নওগাঁর ‘প্রাণ ও প্রকৃতি’, বরিশালের ‘ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, সাতক্ষীরার ‘সফল শ্রিম্ফ সার্ভিস সেন্টার’, ‘প্রথম সূর্য অ্যাগ্রো ফার্ম’।

নারী জাগরণ: সালান্দার হাইস্কুল নারী বাস্কেটবল দল, ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ’, ‘নারী শক্তি ফাউন্ডেশন’, ব্রাহ্মণবাড়িয়ার ‘স্বপ্ন তরী ফাউন্ডেশন’।

সাংস্কৃতিক বিপ্লব: সিলেটের ‘শিশু নাট’, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’, সিলেটের আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন ২০১৫ সালে প্রথমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আয়োজনে ১৫০০ আবেদন থেকে ৩০ জন তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

এক বছর বিরতি দিয়ে ২০১৭ সালে আবারও আয়োজন করা হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের। সেই আসরে ৩০ জন তরুণকে দেওয়া হয় পুরস্কার। তবে বদলে যায় নিয়ম। ব্যক্তি পর্যায়ে পুরস্কৃত না করে ইয়াং বাংলা প্রতিষ্ঠান ও সংগঠনকে পুরস্কার দেয়।