Thursday, January 23Welcome khabarica24 Online

এক লাখ ৩৪ হাজার ভারতীয় শ্রমিক ফেরত পাঠিয়েছে সৌদি আরব সরকার

Saudi

নিজস্ব প্রতিনিধি

সৌদি সরকারের শ্রমিক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের পর এ পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ভারতীয় শ্রমিককে  দেশে ফেরত  পাঠিয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় তাদের সৌদি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সরকার এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারক করছে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানে যথাযথ কর্মমসূচি হাতে নিয়েছে। এ ব্যাপারে সুস্পষ্ট  নির্দেশনায় সৌদি সরকার বলেছে, তার দেশর সকল অবৈধ অভিবাসীদের উচ্ছেদ ও স্থানীয় নাগরিকদের জন্য ১০ শতাংশ চাকুরী বিধানের কাজ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরব থেকে অবৈধ শ্রমিক উচ্ছেদের কাজ শুরু হয়েছে। শ্রমিক ফেরত পাঠানোর বিয়য়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের কেরালা সরকারের প্রবাসী মন্ত্রী কে,সি জোসেফ  বলেন, ভারতে অবস্থিত সৌদি দূতাবাসে এ নিয়ে আলোচনা চলছে, সম্ভব হলে ফেরত আসা শ্রমিকদের পুনরায় সৌদি আরব পাঠানো হবে।

Leave a Reply