শান্তিরক্ষা মিশনে আরো সেনা পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কী মুন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বান কি মুন সরাসরি প্রধানমন্ত্রীকে ফোন করে শান্তিরক্ষী সেনা পাঠানোর এ অনুরোধ জানান। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ফোনালাপে জাতিসংঘ মহাসচিব দক্ষিণ সুদানের স্থিতিশীলতা ফিরিয়ে আনাতে বাংলাদেশ থেকে আরও এক ব্যাটেলিয়ন শান্তিরক্ষীর পাশাপাশি হেলিকপ্টারসহ, এপিসি ও অন্যান্য সরঞ্জামাদি পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন। ইকবাল সেবহান চৌধুরী জানান, বান কী মুনের ফোন পাওয়ার পর প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দক্ষিণ সুদানে এক ব্যাটালিয়ন সেনা সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।