শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এই মুহুর্তে নির্বাচন পিছিয়ে তফষিল ঘোষণা করা কঠিন : সিইসি

cec

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দিন আহমদ বলেন, এই মুহুর্তে নির্বাচন পিছিয়ে তফসিল ঘোষণা করা কঠিন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসার সুযোগ আছে কিনা জানতে চাইলে সময় ফুরিয়ে যাচ্ছে, যে কারণে সমঝোতার বিষয়টি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে রাজনীতিবিদরা চাইলে সুযোগ সব সময় থাকে।
শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি একথা বলেন।সিইসি বলেন, সবাই যদি একটি বাস্তব সম্মত সিদ্ধান্তে আসেন। তা হলে উনারাই বলে দেবেন আমরা কি করব।বিভিন্ন জায়গায় নির্বাচনী সরাঞ্জামাদির সংকটের বিষয়ে বলেন, পর্যাপ্ত পরিমান সরঞ্জাম আছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো নিয়ে তারা সমস্যার সমাধান করবেন।এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল ও কাউকে দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বরাদ্দ না দেয়ার জন্য হুসেইন মুহাম্মদ এরশাদ যে আবেদন করেছেন তার আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। বৃহস্পতিবার নিজ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা ও কাউকে দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বরাদ্দ না দেয়ার জন্য ইসি সচিবালয়ে একটি আবেদন করেন এরশাদ। কিন্তু সেই আবেদন ফিরিয়ে দেয় কমিশন।

Leave a Reply