Thursday, January 16Welcome khabarica24 Online

এই নির্বাচনই আমার শেষ নির্বাচন: অর্থমন্ত্রী

mal_29835_0
দশম জাতীয় সংসদ নির্বাচনই শেষ তার শেষ নির্বাচন বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বেলা ১টার দিকে মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থমন্ত্রী মুহিত বলেন- এবারও আমার নির্বাচনের ইচ্ছা ছিল না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমি আবার নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনে আমি সকলের সহযোগিতা কামনা করছি। অর্থমন্ত্রী বলেন- মাঝে মধ্যে অনেক অসত্য নিউজ হয়। বিভ্রান্তিকর নিউজ যারা করে তারা ‘রাবিশ’। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াত-শিবিরকে প্রতিহতের আহ্বান জানান তিনি। এসময় তার সাথে ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়মাী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস প্রমুখ।
উৎস-বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply