নিজস্ব প্রতিনিধি
উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘট। উপাচার্যের বিরুদ্ধে ১৮টি অভিযোগে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম এই ধর্মঘট ডাকে।ধর্মঘটে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ক্লাস ও পরীক্ষা হয়নি। শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। অবরোধের কারণে প্রশাসনের কোন কর্মকর্তা-কর্মচারী রেজিষ্ট্রার ভবনে ঢুকতে পারেনি। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক নেতারা। এদিকে, শিক্ষক মঞ্চের ব্যানারে শিক্ষকদের একাংশ এই ধর্মঘট প্রত্যাখান করেছে।