Thursday, December 12Welcome khabarica24 Online

উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবিতে ধর্মঘট চলছে

manob

নিজস্ব প্রতিনিধি

উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘট। উপাচার্যের বিরুদ্ধে ১৮টি অভিযোগে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম এই ধর্মঘট ডাকে।ধর্মঘটে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ক্লাস ও পরীক্ষা হয়নি। শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। অবরোধের কারণে প্রশাসনের কোন কর্মকর্তা-কর্মচারী রেজিষ্ট্রার ভবনে ঢুকতে পারেনি। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক নেতারা। এদিকে, শিক্ষক মঞ্চের ব্যানারে শিক্ষকদের একাংশ এই ধর্মঘট প্রত্যাখান করেছে।

Leave a Reply