রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উন্নয়ন মেলায় মীরসরাই শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি ঃ

উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মীরসরাই উপজেলায় ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ গত ৯আক্টোবর সারাদেশের মত মীরসরাইয়ে ও শুরু হয়। ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মীরসরাই উপজেলা প্রশাসন।

মেলার ২য় দিন শুরুবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্বাবন্তী ও সানোয়ারুল ইসলাম রনি’র সঞ্চলনায় মীরসরাই শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রীদের নাচে গানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকার্তা মোহাম্মদ সাইফুল কবির, মীরসরাই উপজেলার প্যানেল চেয়ারম্যান (২) ইয়াসমিন আক্তার কাকলী, মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান, প্রাণি সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার,, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা,, মীরসরাই উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, সাংবাদিক রণজিত ধর, আনোয়ারুল হক নিজামী, ইমাম হোসনে, দিদারুল আলম সোহেল প্রমুখ।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান,কবিতা আবৃত্তি ও নৃত্যে অংশগ্রহন করে মীরসরাই শিল্পকলা একাডেমী