পরমাণু কর্মসূচির অধিকার থেকে একচুল সরবে না ইরান।টেলিভিশনে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সুইজারল্যান্ডের জেনেভায় ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের আলোচনা শুরুর আগে এ হুঁশিয়ারি দিলেন খামেনি।পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বপরাশক্তিদের সঙ্গে সমঝোতায় সরাসরি বাধা না দিলেও, দেশের অধিকার নিশ্চিত করতে, প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে, আলোচনা চলতে থাকায়, ইরানের বিরুদ্ধে নতুন কোনো অবরোধের প্রস্তাব না আনতে, কংগ্রেস সিনেটরদের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জেনেভায় আজ আবারো ইরানের সঙ্গে আলোচনায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানি