রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘ইনকিলাব সাময়িকভাবে বন্ধ’

7443_inu

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৈনিক ইনকিলাব পত্রিকা যে সংবাদ প্রচার করেছে তা গুজব ও মিথ্যাচার। তথ্য-প্রযুক্তি আইনে মহাঅপরাধ। এজন্য সাময়িকভাবে তাদের ছাপাখানা বন্ধ করা হয়েছে। স্থায়ীভাবে প্রকাশনা নিষিদ্ধ করা হয়নি। বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে। তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। আজ রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে দিনব্যাপি এক সভার শুরুতে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ভারতীয় বাহিনী দিয়ে অভিযান চালানোর খবর প্রকাশ করে যৌথবাহিনীকে কলঙ্কিত ও বাংলাদেশের জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে পত্রিকাটি। প্রচারিত সংবাদের সত্যতা আছে বলে অনেকে দাবি করেছেন এমন প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, এটা মিথ্যা কথা। আদালতে প্রমাণ পাবেন।
সরকারের অবস্থান প্রসঙ্গে বলেন, নির্বাচন ও বিজয় হলেও বিপদ কাটেনি। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে আমাদের গুরুত্বপূর্ণ নেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী জড়িত আছেন। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গীবাদের মূলোৎপাটন করেই আমাদের যাত্রা সফল হবে। তিনি খালেদা জিয়াকে অভিযুক্ত করে আরও বলেন, নতুন ষড়যন্ত্র শুরু করেছেন বিএনপি নেত্রী। তার শান্তিপূর্ণ কর্মসূচি ধুয়াশা ও ধুম্রজাল মাত্র। তিনি বৈধ সরকারকে অবৈধ বলেছেন। গণতন্ত্রের ক্লাবের বাইরে চলে গেছেন। সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সঙ্গত্যাগ করার ঘোষণা না দিয়ে তিনি সংঘাতের মধ্যেই রয়ে গেছেন। পরিস্কার পরিচ্ছন্ন হননি। শান্তির পথে আসেননি। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান, শিরিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply