Thursday, January 23Welcome khabarica24 Online

আলোচনার বিষয়ে আশাবাদী বিএনপি: মির্জা ফখরুল

fakhrul

সংলাপ নিয়ে সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দশই নভেম্বর কথা হলেও গত দুই দিন তাকে ফোন করে পাননি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গুলশান আজাদ মসজিদে দলটির ভাইস চেয়ারম্যান সৈয়দা রাবেয়া ফয়েজের জানাজায় অংশ নেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সৈয়দ আশরাফ তাকে জানিয়েছেন সংলাপে বসতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। তার সঙ্গে আলাপ করে তাকে বিষয়টি জানাবেন। কিন্তু এরপর আর সৈয়দ আশরাফের পক্ষ থেকে কোনো টেলিফোন পাননি বলে জানান ফখরুল। তবে এখনও সাড়া না পেলেও বিএনপি আলোচনার বিষয়ে আশাবাদী বলে জানান মির্জা ফখরুল।

Leave a Reply