আমার আকাশে শুধু একটি প্রদীপ
সে প্রদীপ টি শুধু তুমি বঙ্গবন্ধু
যে প্রদীপটি আমায় অন্ধকারে আলো দেখায়
বেঁচে থাকার স্বপ্ন দেখায়।
সেখানে একটিই স্বপ্ন
যে স্বপ্নটি আমার হৃদয়ের হাজারো স্বপ্নকে বাঁচিয়ে রাখে
মানুষকে ভালোবাসতে শিখায়।
সে আকাশের চাঁদ মেঘে ঢাকা আঁধার দূর করে দেয়
আলোর দিশা দেখায়
সে চাঁদ আমাদের জাতির পিতা শেখ মুজিব।
আমার আকাশে সূর্য একটিই
পিতা তুমি সূর্যের মতই তীব্র দীপ্তমান
যে সূর্য আমায় দিনের আলোয় পথ চলতে শক্তি যোগায়।
বঙ্গবন্ধু তুমি আমার আলো,
স্বপ্ন আর শক্তি হয়ে
বেঁচে আছো আমার আকাশে । ।