আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন শেষে ‘নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি চেয়ারপারসন দুই কূলই হারিয়েছেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমরা কোনো কূল হারাইনি’। সঙ্গে সঙ্গে হোটেল ওয়েস্টিনের ওই রুমে হাসির রোল পড়ে যায়! এরপর খালেদা জিয়া আরো বলেন, কূল হারিয়েছে তারা (আওয়ামী লীগ) যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’আলোচনাই হলো সমাধানের পথ’ মন্তব্য করে বেগম খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, আমরা সব সময়ই আলোচনার পক্ষে ছিলাম। আমরা কোনো সময়ই সংলাপের বিপক্ষে ছিলাম না। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে গুশানের হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন খালেদা জিয়া। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই খালেদা জিয়ার প্রথম সংবাদ সম্মেলন।এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বলেন, গায়ের জোরে সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশের জনগণ এ সরকারকে চায় না। তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে প্রতিনিধি নির্বাচন করতে চায়।খালেদা জিয়া বলেন, ২৯ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ দিবস পালন করা হবে। এ দিন সারা দেশে কালো পতাকা হাতে শান্তিপূর্ণ মিছিল করা হবে। ১৮ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত হবে।