নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার বড়তাকিয়াস্থ আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ১৬ মার্চ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোাস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা
আ‘লীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা আ‘লীগের সহ-সভাপতি মহিউদ্দিন রাশেদ, উপজেলা নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমাত আরা ফেন্সি, খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, কেনিয়ার সাবেক রাষ্ট্রদূত ওয়াহিদুর রহমান, নিজামপুর সরকারী কলেজের অধ্যাপক জসিম উদ্দিন,চট্টগ্রাম কবি পরিষদের সভাপতি কবি আরিফ চৌধুরী, স্কুলের দাতা সদস্য নজিবুর রহমান, স্কুল পরিচালনা পরিষদরে সদস্য জিয়াউর রহমান সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে ছাত্রী মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।