Sunday, January 19Welcome khabarica24 Online

আবারো ৬০ ঘণ্টা হরতাল ডেকেছে ১৮ দল

ww

 

নিজস্ব প্রতিনিধি

দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবিতে ফের ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৪ অক্টোবর সোমবার সকাল ৬টা থেকে সারাদেশে এই কর্মসূচি পালন করবে ১৮ দল। তবে হজযাত্রীদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে। নির্দলীয় সরকার দাবিতে এর আগে গত ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে ৬০ ঘণ্টার হরতাল পালন করেছে ১৮ দল।

Leave a Reply