Thursday, January 23Welcome khabarica24 Online

আবারো বেড়েছে সংসদের চলতি অধিবেশনের মেয়াদ

bangladeshparliament

নিজস্ব প্রতিনিধি

জাতীয় সংসদের চলতি অধিবেশন আবারো বেড়েছে। ৭ই নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও, আরেক দফা বাড়ছে অধিবেশনের মেয়াদ। ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ জানালেন, মেয়াদ কত দিন বাড়বে সে সিদ্ধান্ত নেবেন স্পিকার শিরিন শারমীন চৌধুরী। এতে রাজনৈতিক সমঝোতা হওয়ার সুযোগ বাড়লো বলে মনে করেন তারা।নবম সংসদের শেষ অধিবেশন চলছে ১২ই সেপ্টেম্বর থেকে। আর ২৪শে অক্টোবর পর্যন্ত অধিবেশন চলার সিদ্ধান্তও হয় সেদিনই। পরে সাত নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয় কার্যউপদেষ্টা কমিটি।আবারো চলতি অধিবেশনের মেয়াদ বাড়ছে বলে জানালেন ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ। সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগ পর্যন্ত সংসদ চলতে বাধা নেই বলেও জানিয়েছেন তারা।এ অধিবেশনে একদিন মাত্র যোগ দিয়েছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব দেয়ার পর থেকে টানা অধিবেশন বর্জন করে আসছেন তারা। তারপরও সমঝোতার আশা দেখছেন সরকারী দলের সংসদ সদস্যরা।তবে, অধিবেশনের সময় বাড়লেও বিএনপির সংসদ সদস্যরা এতে যোগ দেবেন কি না, সেটি এখনো পরিস্কার নয় ।

Leave a Reply